এক পৃষ্ঠা কবিতা
রীনা ঘোষ
আকাশ তুমি
আকাশ তুমি মধ্যরাতে জাগো?
রোজ কি তুমি চাঁদের কথা ভাবো?
তার কথাতেই নিত্য বুঝি সন্ধ্যা নামে?
খেয়াল চিঠি সাজাও তুমি নীলচে খামে?
তার নাকি সব স্বপ্নবিলাস তোমার বুকে
তুমিও নাকি তন্দ্রাহারা ভীষণ সুখে?
তাকে চোখের আড়াল যখন করে মেঘ
তোমার বুকে ¯পন্দনও কি বাড়ায় গতিবেগ?
তার জন্যই জ্যোৎনাভেজা আবেগ স্রোতে?
কাব্য তোমার তাকেই ঘিরে রোজ প্রভাতে?
নিয়ম মাফিক তারই সাথে বার্তালাপ?
খোঁজ নিলে না, একটি তারা কোন্্ অলখে
খসলো হঠাৎ পথ হারিয়ে দুর্বিপাকে,
তোমার জন্য ভীষণ তারও মনখারাপ।
চৈতালি চাঁদ
চৈতালি চাঁদ ব্যাকুল হিয়ায় আকাশ আঙিনায়
ক্লান্ত কায়া, সংগোপনে স্মৃতির খেয়া বায়,
মন বোঝেনি আজও তার কেউ রাখেনি খোঁজ
রাত গভীরে হৃদয় তারও বৃষ্টি ভেজে রোজ।
মুখচোরা মন, বলতে নারাজ, নাছোড় অভিমান
ছলাৎ ছলাৎ ঢেউ ভেঙে তার রাত্রি অবসান
বিষন্ন মন, একলা যাপন, কপাট খোলা দ্বার,
আকাশ প্রেমিক মান ভাঙাতে ঠোঁট ছুঁয়ে দিক তার।
পরিবর্তন
হঠাৎ তখন মধ্যরাতে ঝড়
বুকের ভেতর নামলো আঁধার খুব
বাঁচবো বলে আঁকড়েছি যেই খড়,
আকাশ তোমার বদলে গেলো রূপ।
ভোররাতে কে কপাল ছুঁয়েছিল
ঠিক তখনই চোখ জড়ানো ঘুম।
জানান দিয়েই হঠাৎ গেলো চলে
যেমন গেছে বিদায়ী মরশুম।
আলটুসি মন কৃষ্ণচূড়ার মতো
রাঙায় ঘরের বসন্ত ফুলদানি
ফাগুন শেষে আবার প্রিয় তার
সুদীর্ঘ এক বিষণ ব্যালকনি।
এইভাবে দিন নিত্য যে বদলায়
লালের পরে দিব্যি আসে নীল
প্রেমেও কি কেউ জর্জরিত হয়?
আমি যেমন ছন্দে সাবলীল।
চুপকথা
কনে দেখা আলো ফুটেছে তখন সদ্য
ব্যাকুল এ মন ঠাঁই খুঁজে পেতে হন্যে
এই আমি তবু শর্ত মানিনি একটাও
রাত কবিতায় তোমাকে পাওয়ার জন্যে।
দুই চোখ জুড়ে অন্তবিহীন স্বপ্ন,
অনুভূতি যত সূর্যের মতো সত্যি,
মনে রেখো প্রিয়, ভালোবাসা মানে ডুবজল
মিথ্যে তো নেই এরমাঝে একরত্তি।
অনেক তো হলো চুপকথা নিয়ে কাব্য
কিছু পিছুটান আবছায়া হয়ে থাক না।
এলোমেলো ছাঁট বৃষ্টি, গভীর রাত্রি
একলাবাসার বুক ভরে দিক কান্না।
2 Comments
Pranab Bhattacharya
রীনার একপৃষ্ঠা কবিতা পড়ে মনে হচ্ছে আমাদের বন্ধু আমাদের সম্পদ। আমাদের অর্জন
স্বপন পাল
খুব সুন্দর কবিতা। ছন্দময়। ভাবনাও সুন্দর। ভালো লাগলো।