Description
‘গল্পরা’ নামই জানিয়ে দিচ্ছে তার পরিচয়। গল্প নিয়ে এসেছে সে। এক নয়, একাধিক। সংখ্যা তার সাত। সাতকে শুভসংখ্যা ভেবে নিয়ে সাতটি গল্প রাখা হয়েছে, ব্যাপারটা তা নয়।
কাকতালীয়ভাবেই সাত হয়েছে।
কথাসাহিত্যের নিয়ম মেনে সকল ‘গল্পরা’ দৈর্ঘ্যে হ্রস্ব হয় নি। নিয়ম ভেঙে দীর্ঘও হয়েছে। তবে পরের নিয়মের পথটা ধরেই হেঁটেছে। পাঠকের হয়ত মনে হতে পারে এই হেঁটে চলা সরল না হয়ে আঁকাবাঁকা হয়েছে । এই মনে হওয়াকে পাত্তা দেয়া যাবে না। তাছাড়া পথ ধরে চললে সে পথে এগিয়ে চলাটাই মুখ্য। চলতি পথে কাঠফাটা রোদ এসে ঝলসে দেবে, বৃষ্টি এসে ভিজিয়ে দেবে, কর্দমাক্ত পথে পা পিছলে যাবে— শেষ পর্যন্ত গন্তব্য পৌঁছুনো গেল কিনা সেটিই বিবেচ্য। পৌঁছে গেলেই ঘটে প্রাপ্তি। আসে সন্তুষ্টি। প্রত্যাশা পূরণ হলো কিনা সে বিবেচনাটাও করা যায় তখন । বিবেচনার ফলটা ইতিবাচক হলে আসে প্রশান্তি ।
Reviews
There are no reviews yet.