Skip to content Skip to sidebar Skip to footer

নাজমুন টুনি

নাজমুন টুনি

ব্যক্তির মূল পরিচয়টি আসলে পারিবারিক নামেই ঘটে। ড. নাজমুন খাতুনেরও একটি পারিবারিক নাম আছে, সেটি নাজমুন টুনি। যদিও তিনি এ বইটি প্রাতিষ্ঠানিক নামের জায়গা থেকে লিখেছেন কিন্তু কাজটি করেছেন ব্যক্তির স্বতন্ত্র জায়গা থেকেই। ফলে সঙ্গত কারণেই এ বইটির লেখকের নাম নাজমুন টুনি।

নাজমুন টুনির জন্ম ১৯৮৩ সালে। মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জারচর তাঁর জন্মস্থান। বাবা বাংলাদেশ রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার এবং মা ফাতেমা আজিজের চার সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি।
 
নাজমুন টুনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ২০০৬ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগে শিক্ষকতা করছেন।

নাজমুন টুনির বই সমূহ

Contact Form