নার্গিস বানু জুহী রসায়ন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। এখন তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রসায়ন বিভাগে শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
পড়াতে তাঁর ভালো লাগে। রসায়নের মতো রসহীন বিষয়ের মানুষ হয়েও ভালোবাসেন সাহিত্য। লেখালেখিও করেন। গদ্য, পদ্য দু মাধ্যমেই তাঁর প্রাণবন্ত পদচারণ। আকাশ, গাছ, নদী, পানি, রোদ তাঁর পছন্দের বিষয়।
ফুটফুটে একটি কন্যা সন্তানের জননী নার্গিস বানু জুহী। কন্যাকে তিনি ডাকেন রাজকন্যা। …এবং মানুষের ওপর নার্গিস বানু জুহীর অগাধ বিশ্বাস।
Contact Form