Skip to content Skip to sidebar Skip to footer

দর্পণ কবীর

দর্পণ কবীর উপন্যাস, ছােটগল্প, কবিতা ও ছড়া লিখছেন নিয়মিত। অচেনা বিভাস’ তার অষ্টম উপন্যাস। তার প্রথম ছড়াগ্রন্থ ‘ধপাস বের হয় ১৯৯১ সালে। প্রথম কাব্যগ্রন্থ “কষ্টের ধারাপাত বের হয় ২০০০ সালে এবং প্রথম উপন্যাস। ‘স্বপ্ন বিলাস’ বের হয় ২০০৫ সালে। তার রােমান্টিক উপন্যাসগুলাে পাঠক মহলে। সমাদৃত। দর্পণ কবীর পেশায় সাংবাদিক। বর্তমানে নিউইয়র্ক প্রবাসী। এটিএন বাংলার ইউএস কার্যালয়ের বার্তা সম্পাদক-এর দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ-এ সাংবাদিকতা শুরু। পর্যায়ক্রমে কাজ করেছেন দৈনিক ভােরের কাগজ ও দৈনিক বাংলাবাজার পত্রিকায়। তিনি আমেরিকাবাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

Showing the single result