Welcome to Anuswar
শরীফ আস্সাবের
১.
কথায় কথায় বললো সেদিন বন্ধু আমার, আনোয়ার –
মানুষগুলি ক্রমান্বয়ে হচ্ছে বেহদ জানোয়ার;
অতীত কালে মানুষ নাকি ছিলো নিছক বানর, যার
গাছের ডালে বসত ছিলো, চলন ছিল চটকদার!
হনুমানও বানর ছিল, ছিলো শিবের অবতার,
হেসে খেলে, উকুন বেছে, করতো সারা দিন কাবার।
মনের সুখে দল পাকিয়ে ঘুরতো ওরা নির্বিকার,
ওরাং ওটাং হয়ে খানিক ঋজু হলো ওদের ঘাড়।
যেই না ওরা মানুষ হলো, মগজ হলো বিশাল, আর –
ঝগড়া ঝাটি, খুন খারাবি, মিথ্যা কথার বাড়লো বাড়।
মুখের উপর আঁটলো ওরা মুখোশ নিরেট ভদ্রতার,
ঘোমটা টেনে খেমটা নেচে করলো চালু হাট বাজার।
কেউ মিঞা, কেউ ব্যানার্জি, ঘোষ, কেউ বা হলো তালুকদার,
নাম দেখে ঠিক যায় না বুঝা কেমনতরো স্বভাব কার;
ছলায় কলায় মানুষগুলো দেবতাকেও মানায় হার,
বিশ্ব জুডে চলছে যে তাই ঝুট ঝামেলা, ধুন্ধুমার।
২.
খানিক ভেবে বলি আমি, বন্ধুরে তুই এলেমদার,
ঠিক বলেছিস, সত্যিকারের মানুষ চেনা বেজায় ভার।
জন্তু দেখে বুঝবি ঠিকই কোনটা ছাগল কোনটা ষাড়,
কোনটা সাপ আর কোনটা নেউল, কার দাঁতে হয় কেমন ধার।
পেটে ওদের যেটুক ধরে সেইটুকুই চায় খাবার,
ওদের দলে নেই দুরাচার, নেই মোসাহেব, মজুতদার।
মুখোশ পরে করে না তো ভণ্ডামি আর মিথ্যাচার,
সবুজ সতেজ বৃক্ষ কেটে সাফ করে না বন বাদাড়।
গুণ বিচারে পশুই আগে, মানুষ তো নয় সমান তার,
পশুর কাছে দীক্ষা নেবার সময় হলো আজ সবার।
বন্ধু আমার দিল দরিয়া মানবপ্রেমী আনোয়ার,
তারপরও কি বলবি, মানুষ যাচ্ছে বনে জানোয়ার?
2 Comments
Yasmin Khan
Brilliant.
অনিমা রায়
একটি অনন্যসাধারন লেখা। কবিকে শ্রদ্ধা