Leave a comment
Welcome to Anuswar
সাবেরা হোসাইন
আকাশের নীলে আজ তোমার মনের সন্দিগ্ধতা,
আমি খুঁজি বন্য উপত্যকা শুষ্ক মরু দ্বীপে!
ভুলে যাওয়া মুখ মনে আসে –
কস্তুরী সুবাসের মতো।
বিদায়ের ক্ষণে ঝড় বয়ে যায়
আর্দ্র হয় উপত্যকা।
গোলাপ কাঁটায় বিদ্ধ রক্তাক্ত হৃদয় –
নাগরিক জীবনের স্থানাঙ্ক বদলে দিয়েছে।
কোনো এক শেষ বিকেলে হারিয়ে যাওয়া হাতটি ধরে,
বসন্তের এই পাগল পারা মন, হারানো ফুলের বনে।
কিছুটা তাই কাছাকাছি হাতের উপর, হাতটি রেখ।
হঠাৎ যদি! হৃৎপিণ্ডে জোয়ার আসে!
সামলে নিও!
দক্ষিণী ঝোড়ো হাওয়ার মতো-
মিশে যেও?