Leave a comment
Welcome to Anuswar
বাগানের এক কোণে মুমূর্ষু গোলাপ
শীত ঝড় বাতাসে করে না বিলাপ।
ডাল ভাঙে পাতা ঝরে বৃষ্টির আশায়
তবুও শিকড়গুলো মাটিতে ছড়ায়।
জানালার কার্নিশে বাড়ে অর্কিড জোড়া
আলো জল সবই পায় নিয়ম করা।
বছরে একবার ডালে ফুটলে ফুল
গর্বিত অর্কিড, আহা খুশিতে ব্যাকুল।
অহংকারে উঁচিয়ে গলা অর্কিড তাই,
‘গোলাপ, তুমি শুধু নামেই সেরা ভাই!
ঘরের উষ্ণতা, আদর, যত্নের হাত
পেলে না যে কিছু, শুধু হলে বরবাদ।’
রানির মতো কণ্ঠে গুরুগাম্ভীর্য এনে
লুকিয়ে শ্লেষ বলে গোলাপ সন্তর্পণে:
ফুল নিয়ে তুমি থাকো ঘরের ভিতর
চেয়ে দেখ আমার ফুলে কত ভ্রমর!